মারকাজুল উলুম মাদরাসা চট্টগ্রাম

আমাদের কথা

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাদেরকে যুগোপযোগী শিক্ষা দেওয়া প্রত্যেক পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য। তাদেরকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে প্রয়োজন মানসম্মত (ইসলামী আদর্শের) প্রাথমিক শিক্ষা-ব্যবস্থা। দার্শনিকদের মতে শিশুর জীবনে প্রথম ৫টি বছর অত্তন্ত গুরুত্বপূর্ণ। কারণ একজন বয়স্ক মানুষের গুণাবলী ও দক্ষতা বিকাশের সিংহভাগেরই গোড়াপত্তন হয় এ সময়। যার প্রভাব পড়ে শিশুর পরবর্তী জীবনে। প্রথমিক পর্যায়ে আপনার শিশুকে যেভাবে গড়ে তুলবেন তা পরবর্তী সময়ে বুদ্ধিবৃত্তিক বিকাশে অমোচনীয় ছাপ রাখে। তাই, আপনাদের আদরনীয় সন্তানদের জন্য যুগের পেক্ষাপটে একটি আদর্শ হিফজুল কোরআন/নূরানী কিন্ডার গার্টেন আকর্ষণীয় শিক্ষার পরিবেশ তৈরির মাধ্যমে শিশুদের যোগ্যনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য হালিশহর “মারকাজুল উলুম মাদরাসা নূরানী কিন্ডার গার্টের” এর পথচলা।

একাডেমিক বিভাগসমূহ
প্লে, নার্সরী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছেলে ও মেয়েদের আরবী, বাংলা, ইংরেজী ও গনিত নূরানী বোর্ডর নিয়োগকৃত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা নূরানী বোর্ডের সিলেবাসে পাঠদান।

হিফজুর কোরআন বিভাগ
এই বিভাগে বরেণ্য ও অভিজ্ঞ হাফেজ দ্বারা ছেলেদের ১বছর তাজবীদ সহকারে বিশুদ্ধভাবে কোরআনের নাজেরা শিক্ষার মাধ্যমে হিফজের উপোযোগী করে মেধা অনুসারে অতি অল্প সময়ে হিফ্জ সমাপ্ত করা হয়।

হিফজুল কোরআন এর বৈশিষ্টসমূহ

  • অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পিতৃতুল্য স্নেহ সহকারে নিজস্ব পাঠ পরিকল্পনায় পরিচালিত।
  • সর্বোচ্চ তিন বছরে হিফজ সম্পন্ন করার প্রচেষ্টা।
  • সুন্দর সুলখিত কন্ঠে তিলাওয়াত শিখানোর জন্য রয়েছে অডিও ভিজ্যুয়াল পদ্ধতির বিশেষ ব্যবস্থা।
  • বিশ্ববরেণ্য খ্যাতনামা হাফেজ ও ক্বারীদের তিলাওয়াত শোনানোর ব্যবস্থা।
  • আবসিক শিক্ষাকদের সার্বক্ষণিক তত্বাবধানে পড়ানোর সুব্যবস্থা।
  • উন্নতমানের আবাসিক ব্যবস্থা ও স্বাস্থসম্মত রুটিন মোতাবেক খাবার পরিবেশ।
  • হিফ্জের পাশাপাশি বাংলা, গণিত, ইংরেজি ও আরবী বিষয়ে জ্ঞান অর্জনের ব্যবস্থা রয়েছে।
  • সাপ্তাহিক, মাসিক এম/টি পরিক্ষা, মাসিক হিফ্জ প্রতিযোগীতা ও বিজয়ী ছাত্রদের মধ্যে পুরুস্কার বিতরণ।
  • তাহাজ্জুদ নামাজে কোরআন তিলাওয়াত।